যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় নিহত হয়েছেন অন্তত ২২ জন। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন, খবর আল-জাজিরার।
আল-জাজিরার বলা হয়, গতকাল রোববার (২২ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসির অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট। বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ এবং টেলিফোন লাইন। হামফ্রে কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস নিশ্চিত করেছেন, চলতি আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজদের মধ্যে রয়েছে অন্তত ৬ শিশু।
শেরিফ ডেভিস বলেন, বন্যায় আমাদের বন্ধু-পরিচিতরা নিহত হয়েছেন। নিখোঁজদের তালিকায় যুক্ত হচ্ছে শিশুরাও। এটা মেনে নেয়া কঠিন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়, তীব্র ঝড় হারিকেনে রূপ নেওয়ার পর দ্রুতগতিতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষ ওই এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত শনিবার থেকে পরের ২৪ ঘণ্টারও কম সময়ে হামফ্রে কাউন্টিতে ৪৩০ মিলিমিটারের (১৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে সৃষ্ট হয়েছে আকস্মিক এ বন্যার।
/এসএইচ
Leave a reply