আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের এক সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
স্থগিত থাকা সংসদীয় আসনটিতে ভোট নেয়ার সিদ্ধান্ত হলেও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সিলেট-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল গত ২৮ জুলাই। ভোটের এক দিন আগে আদালতের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত হয়।
ইসি সচিব বলেন, সিলেট-৩ উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এ কারণে ৪ সেপ্টেম্বরের উপনির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
২০২০ সালের জুন মাসে প্রথম ধাপে ২০৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। করোনার কারণে প্রথম দফায় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়।
Leave a reply