বাংলাদেশে বাজে পারফরম্যান্সের কারণে চাকুরি হারানোর শঙ্কায় জাস্টিন ল্যাঙ্গার

|

শেষ ১৩ ম্যাচে জয় মাত্র ৪ টিতে, চাকরী হারানোর শঙ্কায় জাস্টিন ল্যাঙ্গার।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে অজি জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারানোর শঙ্কায় এখন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্মীর সাথে বাজে আচরণের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে মোট ১৩টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে তাদের জয় মাত্র ৪ টিতে। এক সময়কার বিশ্বক্রিকেটের শাসক অজিদের এমন বাজে পারফরম্যান্সে চাকরি হারানোর শঙ্কায় এখন কোচ জাস্টিন ল্যাঙ্গার। এছাড়া ড্রেসিংরুমে টাইগারদের সিরিজ জয় উদযাপনের একটি ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে আপলোড করায় ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমের এক কর্মীর সাথে বাজে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, রয়েছে চাকরি হারানোর শঙ্কাও।

এর আগে জাস্টিনের সাথে মনোমালিন্য হওয়ায় ২০১৯ থেকেই অজি জাতীয় দলের বাইরে আছেন ওসমান খাজা। অস্ট্রেলিয়ার একমাত্র এই মুসলিম তারকা ক্রিকেটার কোচের পক্ষ নিয়ে বলেন, জাস্টিন ল্যাঙ্গারের হয়তো মনে করছেন ক্রিকেটাররাই ছুরিকাঘাত করছে তার পিঠে। পরিস্থিতি আপাতদৃষ্টিতে তেমনই মনে হওয়ায় একটা হতাশাজনক পরিণতির দিকে আগাচ্ছি আমরা।

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে ওসমান খাজা বলেন, সবকিছু সঠিকভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে দলের হারের জন্য শতভাগ দায় কখনোই কোচের হতে পারেনা। খেলোয়াড়রাও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। এরকম পর্যায়ে খেলোয়াড়দেরও উচিত কিছুটা দায় নেয়া। ওদের আরও ভালো খেলতে হবে, কারণ ক্রিকেট ১১ জনের খেলা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply