নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা আওয়া লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বলেছেন, ২১ আগস্ট মহাদুর্যোগের দিন। এ দিন বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানস কন্যাকে প্রকাশ্য দিবালোকে এত বড় মিটিংয়ে হত্যা করতে চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রীয় মদদে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের নির্দেশনাই এ গ্রেনেড হামলা হয়েছে। এখন আওয়ামী লীগের যে অবস্থা দেখছি, তারেক জিয়া লাগবে না, বিএনপির প্রয়োজন নেই, আমাদের জন্য আমরাই যথেষ্ট। এসময়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, কাদের ভাই আপনি ডেইলি প্রেস ব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর খবর রাখছেন?
শনিবার (২১ আগস্ট) বিকেলে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নোয়াখালী জেলা আওয়ালীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আওয়ামী লীগের যে অবস্থা দেখছি, তারেক জিয়া লাগবে না, বিএনপির প্রয়োজন নেই, আমাদের জন্য আমরাই যথেষ্ট। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগই যথেষ্ট। আওয়ামী লীগের মধ্যে একমাত্র খুঁটি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মনোভাব নিয়ে সবাই কাজ করলে আমাদের অস্তিত্ব বজায় থাকবে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ওবায়দুল কাদের আমাদের শেষ ঠিকানা। আমি ওবায়দুল কাদেরকে অনুরোধ করব। উনি প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করেন। নিজের দলটাকে ঠিক করেন। প্রত্যেক উপজেলা থেকে ২০ জন করে ডেকে আপনি সমস্য সমাধান করে দিতে পারেন।
তিনি আরও বলেন, কাদের ভাই আপনি ডেইলি প্রেস ব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর খবর রাখছেন? কেন নোয়াখালীতে ১৫ আগস্টে তিন গ্রুপ হয়, বসুরহাটে দুই গ্রুপ হয়। কোনো খবর রাখছেন? রাখেন নাই। আমার মনে হয় প্রয়োজনও মনে করেন না। শেখ হাসিনা নেই, এরপরে আর কিছু আছেনি? দলের মধ্যে একে অপরকে চ্যালেঞ্জ না করে, সবাই সহনশীল হোন। এভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ লাভবান হবেন না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে জয় অনিবার্য।
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমুখ।
Leave a reply