গ্রিস-ব্রাজিল-প্যারাগুয়ে ছড়িয়েছে তীব্র দাবানল; পুড়ে ছাই বিস্তীর্ণ বনভূমি

|

গ্রীস-ব্রাজিল-প্যারাগুয়ে ছড়িয়েছে তীব্র দাবানল; পুড়ে ছাই বিস্তীর্ণ বনভূমি

ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশে চলছে এখনও দাবানলের ভয়াবহতা। পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। দাবানল ছড়িয়েছে ব্রাজিল, প্যারাগুয়ে ও গ্রিসের বনাঞ্চলে। বেশিরভাগ এলাকায় আগুন ছড়িয়েছে লোকালয়ে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

সোমবার পুড়ে গেছে প্যারাগুয়ের জাতীয় উদ্যান। এছাড়াও দাবানলে বিপর্যস্ত ব্রাজিলের সাও পাউলো। পুড়ে গেছে অন্তত দুই হাজার হেক্টর বনভূমি। শুষ্ক বাতাসের ধাক্কায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে বিস্তির্ণ এলাকা জুড়ে। নিমেষেই নষ্ট করছে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টা। দাবানল ছড়ানোর দায়ে অন্তত পাঁচ জনকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন।

এদিকে দশ দিন ধরে দাবনল ছড়াচ্ছে গ্রিসেও। এগোচ্ছে রাজধানি এথেন্সের দিকে। আগুন নেভাতে কাজ করছে ১২’শ ফায়ার সার্ভিস কর্মী, ৬০টি গাড়ি ও ২৪টি হেলিকপ্টার ও বিমান।

উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন ছড়ানোর দায়ে গ্রেফতার অন্তত ১৫ জন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply