বাংলাদেশ মিয়ানমার তমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউএনএইচসিআর। আটকা পড়াদের বেশিরভাগই নারী ও শিশু উল্লেখ করে তাদের প্রতি সহিংস না হতে সু চি প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
রাখাইনে এখনও জাতিগত নিধন চলছে দাবি করে রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও জোর দেয়া হয়। বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের আসন্ন প্রত্যাবাসনের ব্যাপারেও নেইপিদোকে তাগিদ দেয় সংস্থাটি।
তাদের মতে ঘরে ফেরা হতে হবে স্বেচ্ছায় কোন চাপ প্রয়োগের মাধ্যমে নয়। পাশাপাশি রাখাইনে জাতিসংঘের ত্রাণ সরবরাহ নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।
Leave a reply