করোনার মাঝেও ব্যবসাসফল ‘বেল বটম’

|

ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে ভারতের সিনেমা হলগুলো ছিল তালাবন্ধ। লকডাউন শেষে হল খুলল ৫০ শতাংশ দর্শক নিয়ে। আঠারো মাস পর এবার ‘হাউজফুল’ ভারতের সিনেমা হলগুলো। আবারও পাল্টাচ্ছে বড় পর্দার পরিস্থিতি। আশার আলো দেখছেন নির্মাতা ও হল মালিকরা।

ভারতে করোনা মহামারীর মাঝেই অর্ধেক আসন নিয়ে মাত্র ৯০০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘বেল বটম’। এছাড়াও ভারতের বাইরে ২২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সিনেমা মুক্তির দিন বক্স অফিস আয় করে ২.৭৫ কোটি রুপি। মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসের আয় বাড়বে বলে প্রত্যাশা করা হলেও তা হয়নি। দ্বিতীয় দিন বক্স অফিস এ আয় করে ২.৬০ কোটি রুপি। তৃতীয় দিন আয় করে ৩.১৫ কেটি রুপি। আর চতুর্থ দিনে এ সিনেমা আয় করে ৪.৪০ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে এ সিনেমার আয় দাঁড়িয়েছে ১২.৭৫ কোটি রুপি।

১৯৮০ সালের এক সত্যি ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কাপুরের মত তারকারা।

সিনেমাটি বক্স অফিস ভালো আয় করায় এখন খুশি সিনেমা সংশ্লিষ্ট সকলে। এখন দেখার অপেক্ষা সিনেমাটি আয় সর্বমোট কত দাঁড়ায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply