কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

|

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে অবস্থানের অনুরোধ জানিয়েছে তালেবান।

আফগানিস্তানে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কর্মজীবী নারীদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে তালেবান।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ।

নারীদের উপর বিভিন্ন এলাকায় নানা বিধিনিষেধ আরোপের বিষয়ে জানতে চাইলে তালেবান মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া শেষ হলেই, নিরসন হবে এ সমস্যার। তিনি স্বীকার করেন, কর্মজীবী নারীদের সাথে কিভাবে আচরণ করতে হবে- সে বিষয়ে তালেবান সদস্যরা অনভিজ্ঞ। তাই অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই, নারীদের কিছুদিন বাড়ি থাকার আহ্বান জানান তিনি।

জাবিউল্লাহ্ মুজাহিদ আরও বলেন, বাড়িতে থাকলেও কর্মজীবী নারীরা তাদের প্রাপ্য বেতন পেতে থাকবেন। কর্মস্থলে যোগদানের মত অনুকূল পরিবেশ তৈরি করতে পারলেই নারীরা যোগ দিতে পারবেন কর্মস্থলে।

উল্লেখ্য যে, এর আগে কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই তালেবান জানিয়েছিলো- নারীদের উচ্চশিক্ষায় কোন বাধা নেই। তবে, সেটি ইসলামী শরিয়াহ্ মোতাবেক হবে। এছাড়া, স্বাস্থ্য ও শিক্ষাখাতেও কাজ করতে পারবেন নারীরা। তবে, পোশাক হিসেবে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply