যুক্তরাজ্যের সবচেয়ে বড় চিড়িয়াখানায় চলছে প্রাণীদের ওজন পরিমাপ কর্মসূচি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মেপে দেখা হচ্ছে হাজার হাজার প্রাণীর ওজন।
বানর, হরিণ ও গণ্ডার থেকে ছোট্ট প্রজাপতিও বাদ যাচ্ছে না এ কর্মসূচি থেকে। ওজন মাপার যন্ত্রে প্রাণীদের তোলার জন্য নানা কৌশল অবলম্বন করতে হয় কর্মীদের।
ব্রিটিশ এই চিড়িয়াখানার সবচেয়ে ভারি প্রাণীটি হলো এক শিং বিশিষ্ট গণ্ডার বেলুকি। যার ওজন এখন ১ হাজার ৬৫০ কেজি। বড় বড় প্রাণীগুলোর ওজন মাপার জন্য ব্যবহার করা হয় শিল্পকারখানায় ব্যবহৃত মেশিন। আর ক্ষুদ্র প্রাণীদের সঠিক ওজন পেতে ব্যবহার করা হয় বিশেষ যন্ত্র। সবার ওজন নেয়ার পর তৈরি হয় ডেটাবেজ। যা পাঠিয়ে দেয়া হয় বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানায়।
ইউএইচ/
Leave a reply