কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ব্যস্ত মহাসড়কে অবতরণে বাধ্য হলো একটি বিমান। বিমানটি মহাসড়কে নেমে আসায় রাস্তায় চলমান কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় দুইজন। তবে বিমানের পাইলট ও একমাত্র যাত্রী অক্ষত আছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে দুপুরবেলা এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই রাস্তায় সিঙ্গেল ইঞ্জিনের ‘পিএ-থার্টি টু’ বিমানটিকে রাস্তায় নেমে আসতে দেখেন তারা। কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়ার পর রাস্তার ডিভাইডারে আটকে যায় বিমানটি। এ সময় এর একটি পাখা ভেঙে যায়। রাস্তায় দেখা দেয় দীর্ঘ যানজট।
বিমানটিকে কেন জরুরি অবতরণে বাধ্য করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/এস এন
Leave a reply