শরীয়তপুরের জাজিরায় এখনই চালু হচ্ছে না নতুন ফেরিঘাট।
বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের কথা থাকলেও পরে আর ফেরি ছাড়া হয়নি।
জেলা প্রশাসক জানান, ফেরি চলাচলের চ্যানেলে নাব্য সংকট দেখা দিয়েছে। খনন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে। ৫ সেপ্টেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভা শেষে এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে বলেও জানান তারা।
উল্লেখ্য, পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ। পরিকল্পনা অনুযায়ী মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া নৌযান, মাদারীপুরের পরিবর্তে শরীয়তপুরের নতুন ঘাটে ভেড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এনএনআর/
Leave a reply