কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে দুই দফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ৬০ জন নিহত। আহত দেড় শতাধিক। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
পেন্টাগন ও কাবুলের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা সতর্কতার মধ্যেই ঘটল এ হামলা। কয়েকদিন ধরেই আইএস হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা দেয়া হচ্ছিল। তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রথমবার বড় হামলা হলো আফগানিস্তানে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের মাত্র ২০ মিনিট আগে বিমানবন্দর এলাকায় কয়েকজন বাংলাদেশি ছিল। তবে তারা আগেই সরে যাওয়ায় নিরাপদে আছেন।
Leave a reply