মার্কিন ঘাটিতে ১২ বাংলাদেশি ও ১৬০ আফগান ছাত্রী শীঘ্রই ফিরবেন দেশে

|

কাবুল বিমানবন্দরে আটকে পড়া ১২ বাংলা‌দে‌শি নাগরিক ও তাদের সাথে বাংলাদেশে অধ্যয়নরত আরও ১৬০ জন আফগান ছাত্রী বিমানবন্দরের মা‌র্কিন ঘাঁ‌টি‌তে পৌঁ‌ছে‌ছেন। শীঘ্রই তারা বাংলাদেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মো‌মেন।

শ‌নিবার (২৮ আগস্ট) রাতে তিনি এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রা‌মের এ‌শিয়ান ইউ‌নিভা‌র্সি‌টি ফর উই‌মে‌ন্সের আফগান ছাত্রীরা করোনার বন্ধে আফগানিস্তানে গিয়েছিলেন। এখন বিমানবন্দরে ঢুকতে না পারায় তাদের জন্য বাংলাদেশে আসা অনিশ্চিত হয়ে উঠেছিল। তবে জা‌তিসংঘের উদ্বাস্তু সংস্থা ইউএনএইচ‌সিআর তাদের জন্য একটি এয়ারক্রাফট ভাড়া ক‌রে‌ছে। বিমান‌টি‌র কিছু আসন খা‌লি থাকায় আটকে পড়া বাংলাদেশিরাও তাদের সাথে দে‌শে ফির‌বেন।

আফগা‌নিস্তান তালেবানের দখলে যাওয়ার পর থেকেই বি‌ভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে। এছাড়া কোনো কোনো দেশের নাগরিকদের দেশত্যাগের প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply