ইতালিতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিলানে প্রায় ২০০ ফুট উঁচু, ২০ তলা এই ভবনে অগ্নিকাণ্ডের সময় অবকাঠামোর বিভিন্ন অংশ নিচে খসে পড়তে দেখা যায়।
কর্তৃপক্ষ জানায়, রোববার ভবনটির ১৫ তলায় আগুন লাগলে তা কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে পুরো কাঠামোতে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভবনটিতে থাকা ২০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
তবে কী কারণে ভবনটিতে আগুন লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে কোনো রাসায়নিক দ্রব্য থেকে এই অগ্নিকাণ্ড সৃষ্টি হতে পারে।
এনএনআর/
Leave a reply