রামুতে বন্য হাতিকে ইলেকট্রিক শক দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা

|

হত্যার পর হাতিটি। ছবি: সংগৃহীত।

কক্সবাজার প্রতিনিধ:

কক্সবাজারের রামুতে একটি বন্য হাতিকে নৃশংসভাবে ইলেকট্রিক শক দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হাতিটিকে হত্যার পর এর মাথা ও পা বিচ্ছিন্ন কর এ ফেলা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় নৃশংস এই হাতি হত্যার ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রণয় চাকমা জানান, মঙ্গলবার ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় পাহাড়ের পাশে ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয় লোকজন ইলেকট্রিক শকের ফাঁদে ফেলে হাতিটিকে নৃশংসভাবে হত্যা করে। পরে হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে তারা।

এ নৃশংশ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। ইতিমধ্যে ঘটনায় একজনকে আটক করা হয়েছে, জড়িত অন্যদের ধরতে ধরতে অভিযান চলছে।

ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, এ ঘটনায় ধৃত নজির আহমেদ কে প্রধান আসামি করে ১২ জনের নামে বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা দায়ের করা হচ্ছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply