‘পাপন ভাই ও নান্নু ভাইয়ের সাথে শেয়ার করেছি, এখন করছি আপনাদের সাথে’

|

আজ বুধবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বলেন, পাপন ভাই ও নান্নু ভাইয়ের সাথে শেয়ার করেছি, এখন করছি আপনাদের সাথে। আমি মনে করি, টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আমার থাকা উচিত না।

মূলত বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন না তামিম। এর মাঝে একাধিক টি-টোয়েন্টি সিরিজে ওপেন করেছে নাইম শেখ, লিটন দাস ও সৌম্য সরকার। ইনজুরিতে থাকা তামিম বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়তো সুস্থ হয়ে যাবেন। হয়তো থাকবেন স্কোয়াডেও। তবে যারা খেলার মধ্যে আছে, তাদেরই সুযোগ পাওয়া উচিত। তারাই হয়তো আরও ভালো সার্ভিস দিতে পারবেন বলে মনে করেন তামিম।

তামিম ইকবাল মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যে বিতর্কের কোনো সুযোগ নেই। তাই এ বিষয়ে যোগাযোগ না করলেই খুশি হবেন তিনি। তিনি সব সিদ্ধান্তই মন থেকে নেন। তাই লাইভে এসে যে কারণে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সেটাই চূড়ান্ত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply