বিশ্বজুড়ে ইউরোর ফাইনাল দেখেছে ৩২৮ মিলিয়ন দর্শক

|

ইউরোর শিরোপা হাতে ইতালির উদযাপন। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মোট ৩২৮ মিলিয়ন দর্শক ইউরো ২০২০ ফাইনাল দেখেছে। এমন তথ্য প্রকাশ করেছে উয়েফা।

উত্তেজনায় পূর্ণ ইউরো ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডকে হারায় ইতালি। এই ম্যাচ উপভোগ করে সারাবিশ্বের ৩২৮ মিলিয়ন দর্শক। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই দর্শক ছিল ৩০.২৫ মিলিয়ন। বিশ্বজুড়ে টুর্নামেন্টটির মোট দর্শক ছিল ৫.২ বিলিয়ন। গড়ে ১০০ মিলিয়ন করে দর্শক প্রতিটি ম্যাচ দেখেছে।

উয়েফা বলেছে, এই পরিসংখ্যানে বোঝা যায় যে শুধু ইউরোপেই নয় বরং সারাবিশ্বেই ইউরোর তুমুল জনপ্রিয়তা।

উয়েফার মার্কেটিং ডিরেক্টর গাই-লরেন্ট ইপস্টেইনের মতে, সারাবিশ্বেই ইউরোর তুমুল জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে উত্তর আমেরিকা ও এশিয়ায় এর তুমুল জনপ্রিয়তা এবং এর দর্শক সংখ্যা বেড়েই চলেছে।

১১ জুলাই লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত হওয়া ইউরো ২০২০ ফাইনালে লুক শ’র গোলে প্রথমার্ধে ইংল্যান্ড এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বোনুচ্চির গোলে সমতায় আসে ইতালি। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে ব্যর্থ হওয়ায় ট্রাইব্রেকের মাধ্যমে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। তাতে ৩-২ ব্যবধানে শিরোপা জিতে নেয় ইতালি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply