নিউইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিল ভেনিয়ায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্কে মারা গেছেন ৯ জন, নিউ জার্সিতে ১৩ জন এবং পেনসিলভেনিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্যার প্রভাবে অনেক মানুষ বিল্ডিংয়ের নিচে আটকা পড়েছে এবং ১ জনের মৃতদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এমতাবস্থায় নিউইয়র্ক ও নিউজার্সি রাজ্যের সরকার জরুরি অবস্থা জারি করেছে। রাস্তায় সকল অপ্রয়োজনীয় গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ বেশিরভাগ সাবওয়ে।
মার্কিন আবহাওয়া বিভাগ বলেছে, ঘূর্ণিঝড় আইডার প্রভাবেই টানা বৃষ্টি ও বন্যা অব্যাহত আছে। আবহাওয়া দফতর জানায়, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আড়াইশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে নিউইয়র্কে।
উল্লেখ্য, রোববার (২৯ আগস্ট) লুইজিয়ানা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড অতিক্রম করছে ঝড়টি। এর জেরে লুইজিয়ানা ও নিউ অরলিন্সে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ লাখের বেশি বাসিন্দা।
Leave a reply