মাদক চোরাকারবারীদের ধরতে শুধু জুলাই মাসে ৪২টি অভিযান চালিয়েছে স্পেন। আটক করা হয় ১০৭ জনকে।
ইউরোপোল বলছে, বার্সেলোনাসহ তিনটি শহরে চালানো অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমান মাদক। সন্ধান মিলেছে কমপক্ষে ৫০টি গাঁজা খামারের।
পুলিশ বলছে, ঘরেই বিশেষ ইলেকট্রিক পদ্ধতিতে সেসব চাষ করা হচ্ছিলো। মূলতঃ স্পেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে এসব মাদক ছড়িয়ে দেয়া হতো। গাজা চাষের জন্য আনুমানিক ১৯ লাখ মার্কিন ডলারের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে।
এনএনআর/
Leave a reply