সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

|

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সংগৃহীত ছবি

চলতি মাসেই জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইয়োশিহিদে সুগা। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় টিভি চ্যানেল এনএইচকে এ তথ্য জানিয়েছে।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। মাত্র একবছর আগেই শারীরিক অসুস্থতার কারণে দলীয় প্রধানের পদ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তারপরই দায়িত্ব গ্রহণ করেন সুগা। সাধারণ নির্বাচনে জয়ের মাধ্যমে বসেন প্রধানমন্ত্রীর মসনদে। কিন্তু, করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা কমেছে ৩০ শতাংশ।

বাধার মুখেও টোকিওতে অলিম্পিক আয়োজন করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সুগা। সবমিলিয়ে শুক্রবার এক জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply