হামলার পর নিউজিল্যান্ড সুপারমার্কেটে ছুরি বিক্রি বন্ধ

|

নিউজিল্যান্ডের কাউন্টডাউন মার্কেট।

নিউজিল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেট সাময়িকভাবে ছুরি এবং কাঁচি বিক্রি বন্ধ করে দিয়েছে। স্থায়ীভাবে ছুরি এবং কাঁচি বিক্রি বন্ধ করে দেয়া হবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সেখানে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। খবর নিউজ সিএন’র।

কাউন্টডাউনের করপোরেট অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার কিরি হানিফিন বলেন, সুপারমার্কেট চেইন সাময়িক সময়ের জন্য তাদের তাক থেকে সব ছুরি ও কাঁচি সরিয়ে ফেলেছে। এখন আমরা সিদ্ধান্ত নিবো, এসব পণ্যের বিক্রি অব্যাহত রাখবো কিনা।

তিনি আরও বলেন, আমরা আমাদের ক্রেতাদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা আমাদের সুপারমার্কেট কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছেন এবং গত রাতে এবং আজ আমাদেরকে সহায়তার বার্তা পাঠিয়েছেন।

সিএন’র প্রতিবেদন সূত্রে জানা যায়, আইএসআইএস’র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তি নিউ লিনের কাউন্টডাউন সুপারমার্কেটে ছুরি হামলা চালায়। এ ঘটনায় ছয়জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা এখনও গুরুতর বলে জানা গেছে। অন্যদিকে, হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply