সেক্রেটারি জেনারেলসহ জামায়াতে ইসলামীর ৯ শীর্ষ নেতা আটক

|

জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত।

রাজধানীর বারিধারা এলাকা থেকে জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহ-সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ ৯ শীর্ষ নেতাকে আটক করা হয়েছে পুলিশ। গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বারিধারার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।

গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বৈঠক সংক্রান্ত কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। ধারণা করছি, রাষ্ট্র বিরোধী কোনো ষড়যন্ত্র করছিলো। নাশকতার উদ্দেশ্যে মিলিত হয়েছিলো এমন অভিযোগও আছে। তথ্য ছিল, এর আগেও তারা মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করতো। এবারও একই উদ্দেশ্যে জমায়েত হয়েছে বলেই ধারণা। এর আগে, ১৫ আগস্টকে ঘিরে ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলাম। খতিয়ে দেখছি তারা জড়িত আছে কিনা। আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী গোপন ষড়যন্ত্র ও নাশকতার মামলা করা হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply