হাসেম ফুড কারখানায় পুড়ে যাওয়া ভবন থেকে আরও তিনটি হাড়ের অংশ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে আরও তিনটি হাড়ের অংশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির নারায়ণগঞ্জের পুলিশ সুপার দেলোয়ার হোসেন। ৫২ শ্রমিক নিহত হওয়া ভবনে আর কোনো মরদেহ বা মরদেহের অংশ বিশেষ আছে কিনা তা খতিয়ে দেখতে ভবনটিতে তল্লাশি চালানো হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এখনও তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে, পরিবারের এমন আবেদনের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ভবনের চতুর্থ তলা থেকে তিনটি হাড়ের অংশ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ছয়তলা বিশিষ্ট কারখানা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply