সাবেক সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা আরামবাগের

|

ছবি: সংগৃহীত

বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশনের মাধ্যমে ক্লাবের ভাবমুর্তি ক্ষুণ্ণ, সাথে বাফুফের কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজকে আসামি করে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছে আরামবাগ ক্রীড়া সংঘ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সিএমএম আদালতে মামলা করেন ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

মামলার এজাহারে বলা হয়, ক্লাবের অসহায়ত্বের সুযোগ নিয়ে স্পট ফিক্সিংয়ের মতো ঘৃণ্য কাজ করেছে ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ। যাতে তদন্ত করে ক্লাবটিকে আর্থিক জরিমানাসহ শাস্তি দিয়েছে বাফুফে। এর মাধ্যমে ক্লাবটির মানহানি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply