সিরিজ নিশ্চিত নাকি সিরিজে সমতা, কী হবে আজ চতুর্থ ম্যাচে?

|

ছবি: সংগৃহীত

সিরিজ নিশ্চিত নাকি সিরিজে সমতা, এমন দুই ভিন্ন সমীকরণ সামনে নিয়ে আজ (৮ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ২-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ টাইগাররা। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে সিরিজে ফিরে আসে কিউইরা। ফলে চতুর্থ ম্যাচের আগে ২-১ ব্যবধানে দাঁড়িয়ে আছে এই সিরিজ।

দেশের মাটিতে ২০১০ সালের রেকর্ডের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হতে পারেন মাহমুদউল্লাহর টিম বাংলাদেশ। সেবার নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের গৌরব অর্জন করেছিল টাইগাররা। অপরদিকে তৃতীয় ম্যাচে কিউইদের ৫২ রানের জয়টাই ১১ বছরের মধ্যে বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে কিউইদের দ্বিতীয় জয়।

আজ জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে জয় নিশ্চিত করবে বাংলাদেশ। অপরদিকে এই ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা তৈরির সুযোগ থাকছে নিউজিল্যান্ডের। কাল তাই সিরিজ জয়ের উৎসব করবে মাহমুদউল্লাহর বাংলাদেশ নাকি সিরিজে সমতা আনতে সমর্থ হবে টম ল্যাথামের নিউজিল্যান্ড, সেটি নির্ধারিত হবে মিরপুরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply