বিশ্বে করোনায় একদিনে আরও সাড়ে ৯ হাজারের বেশি প্রাণহানি

|

বিশ্বে করোনায় আরও সাড়ে ৯ হাজারের বেশি প্রাণহানি

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ৪৬ লাখ ছাড়ালো। ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে কোভিডে। ৫ লাখ ৮৭ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজারের ওপর।

এদিকে দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। বুধবার ১৬শ’র বেশি মানুষের প্রাণ গেছে দেশটিতে। একদিনে দেড় লাখের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। মেক্সিকোয় মারা গেছে ১ হাজার ৭১ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে প্রায় ৮শ’ মানুষের। ৬২৬ জন মারা গেছে ইন্দোনেশিয়ায়। ইরানে দৈনিক প্রাণহানি ৫৩৮।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply