আফগনিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান জানিয়েছিলো, তারা নারী অধিকার রক্ষায় বিশেষভাবে নজর রাখবে। তবে সময়ের ব্যবধানে তালেবান এখন তাদের দেয়া প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছে। খবর, এনডিটিভি।
আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের কার্যালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন।
কার্যালয়ের দায়িত্বে থাকা জাতিসংঘের নারী বিষয়ক মুখপাত্র অ্যালিসন ডেভিডিয়ান বলেন, ইসলামের আইন অনুযায়ী নারীদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করবে তালেবান সরকার। তবে প্রতিদিনই নারীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে।
পরিবারের পুরুষ সদস্য ব্যতিত নারীদের ঘর থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি কিছু প্রদেশে নারীদের তাদের কাজে যেতেও বাঁধা দেয়া হচ্ছে।
এই প্রসঙ্গে ডেভিডিয়ান বলেন, তালেবান একটি সুন্দর সরকার গঠনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে আকৃষ্ট করতে পারতো। সেই সুযোগ হারিয়েছে তালেবান।
Leave a reply