ইউনাইটেড নয়, রোনালদোর পছন্দের গন্তব্য ছিল ম্যান সিটি

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গিলেম বালাগের প্রতিবেদনে বেড়িয়ে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের ভেতরকার কিছু তথ্য, যাতে প্রকাশ পেয়েছে ইউনাইটেড নয়, য়্যুভেন্টাস ছাড়ার জন্য রোনালদোর প্রথম পছন্দ ছিল ম্যানচেস্টার সিটি।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষদিকে রোনালদোর দলবদলে শক্তভাবেই দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি। টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে গেছে পেপ গার্দিওলার দল। কিন্তু যখন কেইনকে পাবার আশা ফিকে হয়ে আসলো, তখনই দলে একজন ফিনিশারের চাহিদা পূরণে রোনালদোকে পাবার জন্য আলাপ শুরু করে ম্যান সিটি। অন্যদিকে য়্যুভেন্টাস ছাড়তে মরিয়া রোনালদোর জন্য ম্যান সিটিই ছিল পছন্দসই গন্তব্য। কিন্তু কেন সেখানে যাওয়া হলো না সিআরসেভেনের, তা নিয়েই জানিয়েছেন গিলেম বালাগ।

বালাগ টুইটে বলেন, রোনালদো ও তার এজেন্ট হোর্হে মেন্ডেস আশাবাদী ছিলেন ম্যান সিটিতে ট্রান্সফারের ব্যাপারে। আর পেপ নিজেও দেখতে পাচ্ছিলেন রোনালদোর এক সিজনে ৪০ গোল করার সম্ভাবনা। য়্যুভেন্টাসের সাথে ভালো সম্পর্ক আছে এমন এক ইতালিয়ান সংবাদমাধ্যমও জানিয়েছে, রোনালদোর প্রস্থানের জন্য দরজা খুলেই রেখেছিল তুরিনের ক্লাবটি। কিন্তু রোনালদোকে দলে টানার জন্য ম্যান সিটির প্রয়োজন ছিল তাদের আক্রমণভাগের কিছু খেলোয়াড় কমানো। ফোডেন, হেসুস, ফেরান, বার্নাদো সিলভা, মাহরেজ ও গ্রিয়ালিশ সমৃদ্ধ ম্যান সিটির আক্রমণভাগে প্রতিভার অভাব ছিল না। তবে রোনালদোকে জায়গা দেবার জন্যই দুয়েকজন খেলোয়াড় সরানোর দরকার ছিল তাদের।

বালাগ আরও জানান, বার্সেলোনা ও ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা চেয়েছিলেন বার্নাদো সিলভা, মাহরেজ বা হেসুসের মধ্যে একজন খেলোয়াড়কে দলে নিতে। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে খুব দ্রুতই সে চেষ্টা বাদ দেয় বার্সা।

বালাগ এরপরেই বলেন, রোনালদো এবং হোর্হে মেন্ডেস অন্য যেকোনো ক্লাবের চেয়ে বেশি যেতে চেয়েছিল ম্যান সিটিতেই। তবে একটা প্ল্যান বি’ও রাখতে হয়েছিল তাদের। আর ইউনাইটেডও প্রথম দিকে রোনালদোকে দলে টানার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। যখন তারা দেখেছে রোনালদোকে পাওয়া সম্ভব, তখনই তারা ভেবেছে রোনালদোর উচিত ইউনাইটেডেই যোগ দেয়া। নিজেদের ক্লাবের আইকনকে নগর প্রতিদ্বন্দ্বীদের ডেরায় যাওয়া আটকাতে সিটির চেয়ে বেশি বেতন প্রস্তাব করা হয় রোনালদোকে।

গিলেম বালাগের প্রতিবেদন তাই পরিষ্কার করেছে, য়্যুভেন্টাস ছাড়তে যতোটা আগ্রহী ছিলেন রোনালদো, ততটা ছিলেন না ম্যান ইউতে যোগ দেয়ার ব্যাপারে। আরও নিশ্চিত হওয়া গেলো যে, ইউনাইটেড নয়, ম্যান সিটিতেই যেতে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply