আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

|

ছবি: সংগৃহীত

দেশের দায়িত্ব পালন করার জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। ক্রিস ওকস, ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব খেলবেন না বলে জানিয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

ওকস প্রায় ছয় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন, তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, অ্যাশেজের প্রস্তুতির অজুহাত দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে বেয়ারস্টো নিজের ব্যস্ত সূচির কারণে খেলবেন না বলে জানান।

যদিও তাদের এসব কারণ বিশ্বাস করতে চাচ্ছে না আইপিএল ভক্তরা। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে তাদের আইপিএল না খেলার কারণ। যেখানে বলা হয়, ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার কারণেই নাকি ব্যাপক ক্ষুব্ধ ব্রিটিশ ক্রিকেটাররা।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’র রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ ক্রিকেটারদের দাবি, অনেক ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফই নাকি হোটেলের বাইরে ঘুরে বেড়িয়েছেন। অথচ তাদের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। দু’জনকে আবার ডিপার্টমেন্টাল স্টোরেও ঘুরতে দেখা গিয়েছে। একজন ফটোশ্যুট করতে বের হয়েছিলেন। এছাড়াও বাসের পরিবর্তে ট্রেনে করে লন্ডন থেকে ম্যানচেস্টারে গিয়েছিল ভারতীয় দল। তাছাড়া রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির বই প্রকাশ অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তো রয়েছেই। তাই ভারতীয় শিবিরে করোনা হানা দেয়ার দায়টাও তাদের উপরেই বর্তায় বলে দাবি ব্রিটিশ ক্রিকেটারদের। আর সেই কারণেই ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে বলে মনে করছেন তারা। আর এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না ব্রিটিশ ক্রিকেটাররা।

অনেকেই দাবি করছেন, এই ঘটনার প্রতিবাদেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। দেশের প্রতি দায়িত্ব পালনের দাবি শুধুই অজুহাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply