সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তাল গ্রিস। শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।
বাধ্যতামূলক টিকা’সহ সরকারের সাম্প্রতিক বিধিনিষেধের প্রতিবাদে রাজপথে নামেন ২২ হাজারের বেশি মানুষ। বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড, ককটেলসহ বিভিন্ন বিস্ফোরক ছুড়ে মারে বিক্ষোভকারীরা। জবাবে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় থেসালোনিকি এলাকায় প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়।
এদিন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বার্ষিক ভাষণ দেয়ার কথা ছিল গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের।
সম্প্রতি সব প্রাপ্তবয়স্কের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে গ্রিস। কর্মক্ষেত্রে যোগ দেয়ার জন্য নিতে হবে অন্তত এক ডোজ টিকা।
এনএনআর/
Leave a reply