আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ প্রশাসন। এক বিবৃতিতে পুলিশ জানায়, শুধু তোর ঘার জেলা থেকেই কাঁদামাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনের মরদেহ। সেখানে রয়েছে এক নারী ও শিশু। নিখোঁজ অন্যান্যদের সন্ধানে চলছে তল্লাশি।
পুলিশ জানিয়েছে, প্রবল বন্যা আর ভূমিধসে ভেসে গেছে এলাকার অন্তত তিনটি বাড়ি। সেখান থেকে বাকিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরও কিছু স্থাপনা।
এছাড়া, অ্যাবোটাবাদে ভূমিধসে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য, আহত আরও তিনজন। সরকারের তরফ থেকে ত্রাণ পাঠানো হলেও বিরূপ পরিবেশের কারণে সেসব পৌঁছাচ্ছে না পাবর্ত্য এলাকাগুলোতে।
Leave a reply