জম্মু কাশ্মিরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

|

নিহত পুলিশ কর্মকর্তা আরশাদ মীর।

ভারত অধ্যুষিত জম্মু কাশ্মিরের খানইয়র এলাকায় সন্ত্রাসীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল থেকে ফেরার পথে আরশাদ মীর নামে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ কর্মকর্তার।

ঘটনার পরই সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

এদিকে কাশ্মিরের সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের চাপের কারণেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাশ্মির। অঞ্চলটিতে সেনা মোতায়েন এবং রাজনৈতিক নেতাদের গ্রেফতারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযাগ জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply