প্রতিশোধ নিতে বায়ার্নের বিপক্ষে আজ মাঠে নামছে বার্সেলোনা

|

৮-২ গোলে হারের সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বার্সা সমর্থকরা। ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে ২০২১-২২ মৌসুমের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মহারণ চ্যাম্পিয়ন্স লীগ। ই গ্রুপের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। এইচ গ্রুপের ম্যাচে চ্যাম্পিয়ন চেলসি আতিথ্য দেবে জেনিতকে। য়্যুভেন্টাস খেলবে মালমোর বিপক্ষে। তিনটি ম্যাচই শুরু হবে রাত ১টায়। এছাড়াও রাত পৌনে এগারোটায় রোনালদোর ম্যানইউ লড়বে ইয়াং বয়েজের সাথে।

ঠিক দুই বছর আগে ২০১৯-২০ মৌসুমে মেসি, সুয়ারেজদের নিয়ে গড়া তৎকালীন পূর্নশক্তির বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিলো বায়ার্ন মিউনিখ। এবার সেই জার্মান জায়ান্টদের বিপক্ষে ঘরের মাঠে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই লড়বে বার্সেলোনা।

সুয়ারেজ, মেসির পর বার্সার ডেরা ছেড়ে গেছেন আঁতোয়ান গ্রীজম্যানও। নতুন রুপের বার্সার কান্ডারি এখন মেমফিজ ডিপাই। মেসি পরবর্তী সময়ে অনেকটা শক্তি হারিয়েছে কাতালান ক্লাবটি। বিপদটা আরও বেড়েছে সার্জিও আগুয়েরো, ওসমান ডেমবেলে, আনসু ফাতি ও মার্টিন ব্রাথওয়েটের ইনজুরিতে। কিন্তু তারপরও প্রতিশোধের হুঙ্কার কোচ রোনাল্ড কোম্যানের কন্ঠে।

কোম্যান উল্লেখ করেন, সেই দু:সহ স্মৃতি এখনও পীড়া দেয় বার্সা সমর্থকদের। সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় এখনও দলে আছে যারা ওই রাতে অনেক কষ্ট পেয়েছিল। বায়ার্ন শক্তিশালী তবে প্রতিশোধ এই ম্যাচেই নিতে চাই আমরা।

বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত রেকর্ড বায়ার্নের। দুই দলের ১৩ দেখায় ৮ জয় বাভারিয়ানদের, হার মাত্র ৩টিতে। সেই সমীকরণ আরও সমৃদ্ধ করার ম্যাচে লেভানডোভস্কি, গ্যানাব্রি, মুলাররা সবাই ফিট আছেন। তবে উইঙ্গার কিংসলি কোম্যানের সার্ভিস পাবে না জার্মান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনলদো ম্যানইউতে প্রত্যাবর্তনের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ক্লাব সমর্থকরা। ইউরোপ সেরার মঞ্চে সাফল্য পাওয়ার লড়াইটা তারা শুরু করছে সুইজ ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে। এই ম্যাচে ম্যানইউ কোচ রাশফোর্ড, টেলাস, ডিন হ্যান্ডারসন ও ফিল জোনসকে দলে রাখেননি। এদিকে ইনজুরিতে আছেন এডিনসন কাভানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply