১০০ প্রভাবশালীর তালিকায় মোল্লা বারাদার-মোদি-মমতা

|

আব্দুল ঘানি বারাদার। ছবি: সংগৃহীত

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২১ সালের এই তালিকায় স্থান পেয়েছে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল ঘানি বারাদারের নামও।

টাইম ম্যাগাজিন সেখানে বারদারের পরিচয় হিসেবে বলেছে, তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। পাশাপাশি তালেবানের প্রভাবশালী সামরিক নেতাও। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তার। এছাড়া, প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক রাখা এবং বৈঠকের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

টাইম ম্যাগাজিনে বলা হয়, তালেবানের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বারাদারই। ক্ষমতা গ্রহণের পর সরকারি কর্মকর্তাদের যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, সে ক্ষেত্রেও বারাদারের হাত ছিল।

বারাদার ছাড়াও এই তালিকায় আছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং নরেন্দ্র মোদিও। তবে, বারাদারের এই পরিচয় লিখেছেন পাকিস্তানের এক সাংবাদিক আহমেদ রশিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply