৫ অক্টোবর থেকে ঢাবি’র হল খোলা, ক্লাস শুরুর সিদ্ধান্ত শনিবার

|

৫ অক্টোবর থেকে ঢাবি'র হল খোলা, ক্লাস শুরুর সিদ্ধান্ত শনিবার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুধু চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন।

এদিকে হল বন্ধ রেখে ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্লাস শুরুর দিন তারিখ ঠিক হবে ১৮ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভায়।

উপাচার্য জানিয়েছেন, সব শিক্ষার্থীদের টিকা দেয়ার পরই শুরু হবে ক্লাস। এরইমধ্যে টিকা নিয়েছে ২২ হাজার শিক্ষার্থী। বাকি ১৬ হাজার শিক্ষার্থীকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার প্রথম ডোজ দিতেই চলছে তোড়জোর। ঢাকা জেলার সিভিল সার্জনকে নিয়ে প্রক্টর ও শিক্ষক সমিতির নেতারা দুইটি কেন্দ্র পরিদর্শন করেন। আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে দেয়া হবে ভ্যাকসিন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply