শীর্ষস্থানের লড়াইয়ে আজ মাঠে নামছে রিয়াল

|

ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে লা লিগায় আজ মাঠে নামছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ১টায় ভ্যালেন্সিয়ার আতিথ্য নেবে লস ব্লাঙ্কোসরা।

এই ম্যাচেও লম্বা ইনজুরিতে মাঠের বাইরে টনি ক্রুজ, ফ্রিল্যান্ড মেন্ডি, মার্সেলো ও ড্যানি সেবায়োসের মত তারকারা। তবে বেনজেমা, ভিনিসিয়াস, কামাভিঙ্গা ও রদ্রিগোর ফর্মে স্বপ্নবাজ রিয়াল ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে সিরিএ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে হারায় রিয়াল মাদ্রিদ। এর কিছুদিন আগেই লা লিগায় সেল্টা ভিগোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিলো ইউরোপের সফলতম এ ক্লাবটি।

ভালেন্সিয়ার সাথে সবশেষ ২০ দেখায় ১০ জয় রিয়ালের, হার ৬ ম্যাচে ও ড্র হয়েছে ৪টি ম্যাচ। ফেব্রুয়ারিতে সবশেষ দেখায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছিলো রিয়াল মাদ্রিদ।

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ঠিক তার পরের স্থানেই রয়েছে রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচ জিতলেই তালিকার শীর্ষে উঠে যাবে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply