কলকাতার নিউ টাউন এলাকায় সড়কে জমা জলে জাল ফেলে ছোট বড় বিভিন্ন আকৃতির প্রায় ১৫ কেজি মাছ ধরেছেন পিউ মন্ডল নামে নারী ও তার পরিবারের সদস্যরা। ইউটিউবে সেই মাছ ধরার ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে।
আনন্দবাজার অনলাইনকে পিউ বলেন, ওই ভিডিও করা হয়েছে কারিগরি ভবনের সামনে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে ভাইয়ের সাথে খাবার কিনতে যাচ্ছিলাম। বাইকের আলো রাস্তার পানিতে পড়তেই চিকচিক করতে দেখি। বুঝতে পারি প্রচুর মাছ ওখানে। বাইক থেকে নেমে ভাইবোন মিলে হাত দিয়ে বেশ কিছু মাছ ধরি। তখনই বাড়িতে ফোন করে জাল আনার কথা বলি। সারা রাত ধরে প্রায় ১৫ কেজি মাছ ধরা হয়।
নিজেদের প্রয়োজন অনুযায়ী রেখে বাকি মাছ পাড়ার মানুষদের বিতরণ করা হয়েছে উল্লেখ করে আনন্দবাজার অনলাইনকে পিউ বলেন, ‘এভাবে মাছ ধরে খুব আনন্দ পেয়েছি।
Leave a reply