নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর পর্যটন এলাকায় ঘোড়াউত্রা নদী তীরবর্তী স্থানের পানিতে গোসলে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘোড়াউত্রা নদীপাড়ের কেওড়া গাছতলা এলাকা থেকে নিখোঁজ পর্যটক রনির লাশ উদ্ধার করে ডুবুরিরা। এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোড়াউত্রা নদী তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি মিয়া (২২) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিম মিয়ার ছেলে। তিনি ঢাকায় বসবাস করে পিকআপভ্যান চালাতেন। নিখোঁজ অন্যজন মো. আলমগীর মিয়া (২০) গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে দু’টি দলে ৫৫/৬০ জন পর্যটক এক সঙ্গে নিকলীর হাওর পর্যটন এলাকায় ভ্রমণ করতে আসেন।শুক্রবার সন্ধ্যায় আলমগীর ও রনি গোসল করতে নেমে ডুবসাঁতার দিতে গিয়ে আর ভেসে ওঠেননি। পানিতে ডুবে তাদের নিখোঁজ হওয়ার খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং রাত ১২টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়। পরবর্তীতে সকাল পৌনে ১১টায় নিখোঁজ রনির লাশ উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply