সাভারে চালককে হত্যার পর ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। এতে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন চালকরা। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে গ্রেফতারও হয়েছে একাধিক চক্রের কয়েকজন সদস্য। পুলিশ বলছে, নিবন্ধন না থাকায় অপরাধীরা একজায়গার ইজিবাইক চুরি করে অন্য স্থানে বিক্রি করছে।
চালকরা বলছেন, অনেকসময় যাত্রী সেজে দুর্গম জায়গায় নিয়ে যায়, আর তারপরই ছিনিয়ে নেয় তাদের ইজিবাইকটি। আবার কখনওবা খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়েও হাতিয়ে নেয়া হয় ইজিবাইক।
সড়ক, অলিগলি সবখানেই তিন চাকার এই বাহনটির দৌরাত্ম্য। চলছে রেজিস্ট্রেশন ছাড়াই। এ সুযোগটাই নিচ্ছে একটি চক্র। তাদের টার্গেটে পরিণত হয়েছে ইজিবাইক। এরইমধ্যে সাভার ও আশেপাশের থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক এমন চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। উদ্ধারও হয়েছে খোয়া যাওয়া ইজিবাইক।
জিএমপির এসি (সদর জোন) বেলাল হোসেন জানালেন, বিশেষ অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে তারা এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
একটি বেসরকারি হিসাব বলছে, প্রায় ৫০ হাজার ইজিবাইক চলছে সাভারের অলিতে-গলিতে।
Leave a reply