শরণার্থীদের নিয়ে মালালা’র বই

|

শান্তিতে নোবলে জয়ী পাকিস্তানি নাগরিক মালালা ইউসুফজাইয়ের দ্বিতীয় বই বাজারে আসছে। এই বইয়ে তিনি শরণার্থীদের নিয়ে লিখেছেন। তার প্রথম বইয়ে নাম ‘আই এম মালালা।’

সোমবার দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সেপ্টেম্বরের ৪ তারিখে বইটি বাজারে আসবে। বিভিন্ন শরণার্থী শিবিরগুলো ঘুরে দেখার সময় তিনি যেসব অভিজ্ঞতা লাভ করেছেন তার সাথে নিজের জীবনের নানাবিধ দিকগুলো এক সাথে গেঁথে তিনি এই বইটি লিখেছেন।

এক বিবৃতিতে ২০ বছর বয়সী মালালা জানিয়েছে, সংখ্যার বাইরে এসে শরণার্থীদের জীবনের মানবিক বিষয়গুলো এতে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া, তিনি ‘মালালা’র ম্যাজিক পেন্সিল’ নামে একটি ছবির বই লিখেছেন। নিজের শৈশব জীবনের অভিজ্ঞতা থেকে তিনি ওই বই লিখেছেন।

সবচেয়ে কম বয়সী হিসেবে ২০১৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply