ধান সংগ্রহে সরকারের গাফিলতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের হরিয়ানায়। এসময় রাজ্যের বিভিন্ন স্থানে কৃষক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শনিবার (২ অক্টোবর) রাজ্যটির কয়েকটি জায়গায় বিক্ষোভ করতে থাকে কৃষকরা। শস্য সংরক্ষণে দ্রুত সরকারি পদক্ষেপের দাবিতে বড় ধরনের আন্দোলন হয়েছে কারনাল, আম্বালা, সিরসা শহরে। বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারী কৃষকরা। ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।
রাজ্যটিতে খরিপ শস্য সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া ১ অক্টোবর শুরুর কথা থাকলেও তা পিছিয়ে নেয়া হয় ১১ অক্টোবর। কৃষকদের দাবি, এতে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা। কারণ বিভিন্ন জেলায় এরইমধ্যে ধান কাটা শেষ হয়ে তা বাজারেও চলে এসেছে।
আন্দোলনের মুখে অবশেষে ৩ তারিখ থেকেই সংরক্ষণ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
ভারতে কৃষক আন্দোলন নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে কৃষক আইন বাতিলের দাবিতে ব্যাপক কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল।
Leave a reply