ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তবে ম্যাচে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি সুপারস্টার মোস্তাফিজুর রহমান।
টস হেরে ব্যাট করতে নেমে রুতুরাজ গাইকোয়াড ও ফাফ ডু-প্লেসির ব্যাটিংয়ে ভালো শুরু পায় চেন্নাই সুপার কিংস। হাফসেঞ্চুরি করতে একশ’র একটু ওপরে স্ট্রাইকরেট রাখলেও নিজের শতরান তুলতে পরের পঞ্চাশ রান তোলেন ঝড়ের বেগে। মোস্তাফিজের শেষ ওভারে সেঞ্চুরি হাঁকিয়ে ৬০ বলে ১০১ রান তুলে অপরাজিত থাকেন রুতুরাজ। সাথে শেষদিকে জাদেজার ঝড়ো ৩২ রানে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। এদিন উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে ৫১ রান দিয়ে খরুচে বোলারের তালিকায়ও সবার ওপরে ছিলেন কাটার মাস্টার।
জবাবে ইয়াশাসভি জয়সোয়াল ও এভিন লুইসের ঝড়ো শুরুতে ম্যাচের লাগাম চলে আসে রাজস্থানের হাতে। জয়সোয়াল ২১ বলে ৫০ ও লুইস করেন ১২ বলে ২৭ রান। পরে শিভাম দুবের অপরাজিত ৬৪ রানে ম্যাচ জেতে রাজস্থান।
এই ম্যাচ হেরেও ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চেন্নাই। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রাজস্থান আছে তালিকার ৬ নম্বরে। তালিকার দুইয়ে আছে দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের সমান ম্যাচ খেলে তাদের পয়েন্টও ১৮। তবে নেট রান রেটে পিছিয়ে তারা।
Leave a reply