কাতালোনিয়ার দলের কাছে হারলো রিয়াল মাদ্রিদ

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে নবাগত শেরিফের কাছে হারের পর এবার লা লিগায়ও পরাজয়ের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। কাতালোনিয়ার দল এসপানিওলের কাছে তারা হেরেছে ২-১ ব্যবধানে।

রিয়ালের বিপক্ষে সবশেষ ২০১৮ সালে জয় পেয়েছিলো এসপানিওল। এবার ঘরের মাঠে শুরু থেকেই উজ্জীবিত ছিল দলটি। ম্যাচের ১৭ মিনিটে রাউল ডি টমাসের গোলে লিড নেয় তারা। বিরতির পর লিড দ্বিগুণ করেন অ্যালেক্স ভিদাল। ৭১ মিনিটে জোরালো শটে ব্যবধান ২-১ করেন করিম বেনজেমা। শেষ দিকে এডেন হ্যাজার্ডের গোল অফসাইডে বাতিল হলে আর সমতায় ফেরা হয়নি লসব্লাঙ্কোসদের।

আজকেরটি সহ মোট ৯ গোল নিয়ে লা লিগায় গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন করিম বেনজেমা। লা লিগায় রোনালদো-মেসি থাকাকালীন লাইমলাইটে না থাকলেও কয়েক মৌসুম ধরেই নিজের জাত চেনাচ্ছেন তিনি।

এদিকে এই ম্যাচ হারলেও ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর এসপানিওল আছে টেবিলের ১৩তম স্থানে। দুইয়ে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দী অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দী বার্সার অবস্থান ৯ নম্বরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply