ভারতে সহিংসতায় ৪ কৃষকসহ নিহত ৮

|

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। যাদের ৪ জনই কৃষক আন্দোলনের সাথে যুক্ত। একে ‘অপ্রত্যাশিত’ আখ্যা দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভারতীয় গণমাধ্যম বলছে, রাজ্যটির লাখিমপুর খের এলাকায় বিতর্কিত কৃষি আইন বিরোধী আন্দোলন করছিলেন কৃষকরা। রোববার (৩ অক্টোবর) এলাকাটি পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশভ মৌর্য্য। এসময় তার গাড়িবহর ঠেকানোর চেষ্টা করেন ক্ষুব্ধ কৃষকরা। যানবাহনে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

সুষ্ঠু তদন্তের পর দোষীদের আদালতের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং জেলা ম্যাজিস্ট্রেট। একইসাথে, ঘটনাটিকে রাজনীতির সাথে না মেলানোর আহ্বানও জানান তারা। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য কংগ্রেস।

ভারতে কৃষক আন্দোলন নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে কৃষক আইন বাতিলের দাবিতে ব্যাপক কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল। এছাড়া কয়েকদিন আগে ধান সংগ্রহে সরকারের গাফিলতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে হরিয়ানায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply