শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৪৭ দিন পর চলছে ফেরি

|

নদীতে তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে এবং পদ্মা সেতুর নিরাপত্তায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল ৪৭ দিন ধরে। অবশেষে আজ পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় ‘কুঞ্জলতা’। পরীক্ষামূলক চালানো ফেরিতে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন, বিআইডাব্লিউটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বিআইডাব্লিউটিএ ও সেতু কর্তৃপক্ষের পর্যবেক্ষক দল।

ফেরিটি পদ্মা সেতু পার হওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বিঘ্নে নদী পাড়ি দিতে পারলে রুটটিতে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে।

এদিকে ঘাট সচল হবার খবরে সকাল থেকে শিমুলিয়াঘাটে ভিড় জমায় ছোট-বড় যানবাহন। নদীতে তীব্র স্রোত এবং পদ্মাসেতুতে দুর্ঘটনা এড়াতে গেল ১৮ আগস্ট থেকে নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply