জয়রথ থামছেই না ম্যারাডোনার সাবেক ক্লাবের

|

ছবি: সংগৃহীত

ইতালিয়ান লিগ সিরিএ-তে টানা সপ্তম জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ফিওরেন্টিনাকে হারিয়েছে ২-১ ব্যবধানে। অপর ম্যাচে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান।

ফিওরেন্টিনার বিপক্ষে অবশ্য ম্যাচের ২৮ মিনিটেই পিছিয়ে পড়ে নাপোলি। ম্যাচের ৩৮ মিনিটে সমতায় আসার দারুণ সুযোগ পায় তারা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন ইনসিগনে। তবে ফিরতি বলে লোজানো ও ম্যাচের ৫০ মিনিটে রাহমানি গোল করলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ম্যারাডোনার সাবেক ক্লাবটি।

এদিকে আটালান্টার মাঠে ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় এসি মিলান। গোল করেন দাভিদ ক্যালাব্রিয়া। প্রথমার্ধের শেষ দিকে সান্দ্রো টোনালির গোলে ব্যবধান দ্বিগুণ করে মিলান। আর ৭৬ মিনিটে রাফায়েল লিও গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ক্লাবটি। এরপর অবশ্য ম্যাচ জমিয়ে তোলেন আটালান্টা। ৮৬ মিনিটে দোভান জাপাতার স্পট কিক গোলের পর স্কোরশিটে নাম তোলেন মারিও পাসালিক। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে মিলান।

সিরিএ-তে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে যথারীতি নাপোলি আছে টেবিল শীর্ষে। সমানসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এসি মিলান। ১২ পয়েন্ট নিয়ে ফিওরেন্টিনার ৫ আর ১১ পয়েন্টে ৮এ অবস্থান আটালান্টার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply