কিউকমের ওয়ারহাউজ ভেঙে বাইক নিয়ে গেছে বিক্ষুব্ধ গ্রাহকরা

|

কিউকমের তেজগাঁও ওয়ারহাউজে গ্রাহকদের হামলা। ক্ষুব্ধ গ্রাহকরা ওয়ারহাউজের তালা ভেঙে নিয়ে গেছে ছয়টি মোটরসাইকেল। প্ররতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতারের পর এ ঘটনা ঘটে।

সোমবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় রিপনকে। রাজধানীর নয়া পল্টন থানায় এক ভুক্তভোগীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পর রিপনকে ধরতে অভিযানে শুরু হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিউকমের গ্রাহকরা ২৫০ কোটি টাকা পাবে। আবার কিউকমের ৩৯৭ কোটি টাকা ফস্টার নামের এক আর্থিক প্রতিষ্ঠানের কাছে আটকে আছে। গ্রেফতার হওয়া রিপনের কাছ থেকে আরও তথ্য জানতে রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এছাড়াও বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মে যারা অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে, তাদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply