হাজারা জনগোষ্ঠীর ১৩ জনকে হত্যা করলো তালেবান

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হাজারা গোষ্ঠীর কমপক্ষে ১৩ জনকে হত্যা করেছে তালেবান। এদের মধ্যে ১১জন বিগত সরকারের কর্মী ছিলেন। দেশটির মধ্যাঞ্চলীয় দায়কুন্দি প্রদেশে ঘটে এ ঘটনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) এ তথ্য জানায় মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

তাদের প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়, গত ৩০ আগস্ট প্রদেশটির খিদির জেলার দখল নেয় তালেবান। আত্মসমর্পন করে আফগান বাহিনী এএনএসএফ’র সদস্যরা। এরপরই নদীর তীরে নিয়ে হত্যা করা হয় ৯ জনকে। এলাকা ছেড়ে পালানোর চেষ্টার সময় ক্রসফায়ারে পড়ে মৃত্যু হয় এক কিশোরী ও এক তরুণের। নিহত অপর দু’জন বেসামরিক নাগরিক ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply