আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেয়া হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানির কাছ থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) এসব তথ্য আসে।
আবদুল বাকি হাক্কানি বলেন, প্রস্তুতি ও পরিকল্পনা চলছে। ইসলামিক আমিরাত আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেয়া হবে। শিক্ষা কার্যক্রম আবার চালু হবে।
গত আগস্টে আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটির সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের সাথে তালেবান সরকারের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির পর দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও সরকারি বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেয়ার প্রক্রিয়া বিলম্বিত করার জন্য তালেবান সরকারের সমালোচনা করছে আফগানিস্তানের শিক্ষার্থীরা।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমিদ মৌলভি জাদা বলেন, আমরা এমনটা বহুবার দেখেছি। তারা (তালেবান) বলছে, এ-সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। তবুও তাদের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
Leave a reply