ইয়েমেনে গর্ভনরকে লক্ষ করে গাড়িবোমা হামলা, নিহত ৫

|

ইয়েমেনে গর্ভনরকে লক্ষ করে গাড়িবোমা হামলা, নিহত ৫

ছবি: সংগৃহীত

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়েমেনের বন্দর নগরী এডেনের গর্ভনর। কিন্তু রোববারের বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫ জন।

পুলিশি তথ্য অনুসারে, আল-তাওয়াহি এলাকায় গর্ভনরকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। বিস্ফোরিত হলেও, রক্ষা পান গর্ভনর আহমেদ লামলাস এবং কৃষিমন্ত্রী সালেম আল শুকাত্রি। কিন্তু পথচারীদের মধ্যে ৫ জন নিহন হন; আহত হয় এক শিশুসহ আরও ৫ জন।

মূলতঃ হুতি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীকে সহযোগীতা করে থাকেন এডেনের গর্ভনর। ধারণা করা হচ্ছে- সেই ক্ষোভ থেকেই তার ওপর এসেছে প্রাণঘাতী হামলা।

২০১৫ সাল থেকে হুতিদের নির্মূলে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। যাতে প্রাণ হারান লাখ-লাখ মানুষ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply